আলফিয়্যাতুল হাদীস
বিতর নামাজের পর দুই রাকাআত নফল নামাজ -এর বিষয়সমূহ
২ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং: ৪৭১
আন্তর্জাতিক নং: ৪৭১
বিতর নামাযের অধ্যায়
এক রাতে দুইবার বিতর নেই।
৪৭১. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল (ﷺ) বিতরের পর দু’রাকআত (নফল) নামায আদায় করছেন। - ইবনে মাজাহ ১১৯৫
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু উমামা, আয়িশা (রাযিঃ) এবং আরো অনেকের সূত্রে রাসূল (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত আছে।
أبواب الوتر
باب مَا جَاءَ لاَ وِتْرَانِ فِي لَيْلَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ مَيْمُونِ بْنِ مُوسَى الْمَرَئِيِّ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي بَعْدَ الْوِتْرِ رَكْعَتَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا عَنْ أَبِي أُمَامَةَ وَعَائِشَةَ وَغَيْرِ وَاحِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১২৮৭
- নামাযের অধ্যায়
৩৫. তৃতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৮৭। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বিতিরের পর দুই রাকআত নামায পড়িতেন বসিয়া, যাহাতে সূরা ইযা যুলযিলাত ও কুল ইয়া আইয়্যুহাল কাফেরূন পড়িতেন। — আহমদ
كتاب الصلاة
وَعَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الْوِتْرِ وَهُوَ جَالس يقْرَأ فيهمَا (إِذا زلزلت)
و (قل يَا أَيهَا الْكَافِرُونَ)
رَوَاهُ أَحْمد
و (قل يَا أَيهَا الْكَافِرُونَ)
رَوَاهُ أَحْمد
তাহকীক: