আলফিয়্যাতুল হাদীস

জুমআর দিনের ফযীলত -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ১৮৫০
আন্তর্জাতিক নং: ৮৫৪ - ২
- জুমআ সংক্রান্ত অধ্যায়
৪. জুমআর দিনের ফযীলত
১৮৫০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, সূর্য উদয়ের দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমআর দিবস। সে দিনে আদমকে সৃষ্টি করা হয়। তাকে ঐ দিন জান্নাতে প্রবেশ করান হয়। তাঁকে তা থেকে ঐ দিন বের করা হয়। আর কিয়ামতও হবে জুমআর দিবসেই।
كتاب الجمعة
باب فَضْلِ يَوْمَ الْجُمُعَةِ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - يَعْنِي الْحِزَامِيَّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ فِي يَوْمِ الْجُمُعَةِ " .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৩৫৭
- নামাযের অধ্যায়
৪২. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত
১৩৫৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : জুমুআর দিনে এমন একটি ক্ষণ রহিয়াছে, যদি কোন মু'মিন বান্দা উহাকে পায় এবং উহাতে আল্লাহ্র নিকট কোন মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ্ নিশ্চয় তাহাকে উহা দান করেন।--মোত্তাঃ কিন্তু মুসলিম ইহা অধিক বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ছাঃ) ইহাও বলিয়াছেন যে, ইহা অভি অল্প সময়। বোখারী ও মুসলিম উভয়ের অপর বর্ণনায় আছে, হুযুর (ছাঃ) বলিয়াছেন, জুমুআর দিন এমন একটি ক্ষণ রহিয়াছে, যদি কোন মুসলমান নামায পড়া অবস্থায় উহাকে পায় এবং আল্লাহর নিকট কোন মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ্ তাহাকে উহা নিশ্চয় দান করেন।
كتاب الصلاة
بَابُ الْجُمُعَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ فِيهَا خَيْرًا إِلَّا أعطَاهُ إِيَّاه. وَزَاد مُسلم: «وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ» . وَفِي رِوَايَةِ لَهُمَا قَالَ: «إِنَّ فِي الْجُمُعَةِ لَسَاعَةً لَا يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِم يُصَلِّي يسْأَل لاله يخرا إِلَّا أعطَاهُ إِيَّاه»
tahqiq

তাহকীক: