আলফিয়্যাতুল হাদীস
জুমার নামাজের ব্যাপারে কঠোরতা -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১০৬৭
আন্তর্জাতিক নং: ১০৬৭
নামাযের অধ্যায়
২২১. মহিলা ও গোলামদের জন্য জুমআর নামায ফরয নয়।
১০৬৭. আব্বাস ইবনে আব্দুল আযীম (রাহঃ) ..... তারিক ইবনে শিহাব (রহ) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, জুমআর নামায প্রত্যেক মুসলমানের উপর জামাআতের সাথে আদায় করা ওয়াজিব। কিন্তু তা চার প্রকার লোকের উপর ওয়াজিব নয়ঃ ক্রীতদাস, মহিলা, শিশু ও রুগ্ন ব্যক্তি।
كتاب الصلاة
باب الْجُمُعَةِ لِلْمَمْلُوكِ وَالْمَرْأَةِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُرَيْمٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلاَّ أَرْبَعَةً عَبْدٌ مَمْلُوكٌ أَوِ امْرَأَةٌ أَوْ صَبِيٌّ أَوْ مَرِيضٌ " . قَالَ أَبُو دَاوُدَ طَارِقُ بْنُ شِهَابٍ قَدْ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَلَمْ يَسْمَعْ مِنْهُ شَيْئًا .
তাহকীক:
বর্ণনাকারী:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৩৭০
- নামাযের অধ্যায়
৪৩. প্রথম অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয।
কোরআনে বলা হইয়াছেঃ
إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ
“জুমুআর দিন যখন নামাযের জন্য আহ্বান করা হয় তাড়াতাড়ি আল্লাহর যিকিরের প্রতি ধাবিত হও।” যিকির অর্থে এখানে নামায ও খোতবাকে বুঝান হইয়াছে। এই অধ্যায়ের হাদীসসমূহ আসলে এই আয়াতেরই ব্যাখ্যা। —অনুবাদক
১৩৭০। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি মিম্বরের কাঠের উপর (দাঁড়াইয়া) বলিতেছেন, লোক হয়তো জুমুআর নামায তরক করা হইতে বিরত থাকিবে, না হয় আল্লাহ্ তা'আলা তাহাদের অন্তরের উপর মোহর অংকিত করিয়া দিবেন, অতঃপর তাহারা নিশ্চয় গাফেলদের অন্তর্গত হইয়া যাইবে। —মুসলিম
كتاب الصلاة
بَابُ وُجُوْبِهَا
عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا قَالَا: سَمِعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لِيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ» . رَوَاهُ مُسلم
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৩৭১
- নামাযের অধ্যায়
৪৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমুআর সালাত ফরয
১৩৭১। হযরত আবুল জা'দ যুমায়রী (বিশুদ্ধ 'যামিরী') বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি অবহেলাবশত পর পর তিন জুমুআর নামায ছাড়িয়া দিয়াছে, আল্লাহ্ তা'আলা তাহার অন্তরের উপর মোহর অংকিত করিয়া দিয়াছেন। আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী। এবং ইমাম আহমদ তাবেয়ী আবু কাতাদা প্রমুখাৎ বর্ণনা করিয়াছেন।
كتاب الصلاة
عَنْ أَبِي الْجَعْدِ الضُّمَيْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
তাহকীক: