আলফিয়্যাতুল হাদীস

মুমুর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দেওয়া এবং তার কাছে সূরা ইয়াছিন পাঠ করা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ১৯৯৫
আন্তর্জাতিক নং: ৯১৬ - ১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১. মুমূর্ষকে লা ইলাহা ইল্লাল্লাহু এর তালকীন করা
১৯৯৫। আবু কামিল জাহদারী ফূযয়াল ইবনে হুসাইন ও উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে মুমূর্ষদের ″লা-ইলাহ ইল্লাল্লাহ″ এর তালকীন দাও। (তার সামনে কলেমা পাঠ করতে থাক যেন সে শুনে আল্লাহকে স্মরণ করে।)
كتاب الجنائز
باب تَلْقِينِ الْمَوْتَى لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ كِلاَهُمَا عَنْ بِشْرٍ، - قَالَ أَبُو كَامِلٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، - حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ، حَدَّثَنَا يَحْيَى، بْنُ عُمَارَةَ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৩১০২
আন্তর্জাতিক নং: ৩১১৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১৯৯. তালকীন [১] সম্পর্কে।
৩১০২. মালিক ইবনে আব্দিল ওয়াহিদ মাসমাঈ (রাহঃ) .... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির সর্বশেষ কালিমা (কথা) হবে, লা-ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাতে প্রবেশ করবে। [১] মৃত্যুপথযাত্রীর নিকট “কালিমায়ে তাওহীদ" পাঠ করাকে 'তালকীন' বলে।
كتاب الجنائز
باب فِي التَّلْقِينِ
حَدَّثَنَا مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي صَالِحُ بْنُ أَبِي عَرِيبٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ " .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৬২২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২২। হযরত মা'কেল ইবনে ইয়াসার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মৃত ব্যক্তিদের নিকট ‘সূরা ইয়াসীন' পড়িবে। —আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «اقرؤوا سُورَةَ (يس)

عَلَى مَوْتَاكُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه