আলফিয়্যাতুল হাদীস

কবরে মাইয়েত কীভাবে দাফন করা হবে -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৭০৭
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৭। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, যখন কোন মুর্দাকে কবরে রাখা হইত নবী করীম (ﷺ) বলিতেনঃ "বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি।” অপর বর্ণনায় রহিয়াছে, ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি। অর্থাৎ, আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে, রাসূলুল্লাহর দ্বীনের উপরে বা রাসূলুল্লাহর তরীকের উপরে (রাখা হইতেছে)। —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ । আবু দাউদের বর্ণনায় দ্বিতীয়টি।
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَدْخَلَ الْمَيِّتَ الْقَبْرَ قَالَ: «بِسم الله وَبِاللَّهِ وعَلى مِلَّةِ رَسُولِ اللَّهِ» . وَفِي رِوَايَةٍ: وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوَى أَبُو دَاوُد الثَّانِيَة
tahqiq

তাহকীক:

সহীহ মুসলিম

হাদীস নং: ২১১২
আন্তর্জাতিক নং: ৯৬৬
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
২৩. বগলী কবর খনন ও কাঁচা ইট ব্যবহার
২১১২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আমির ইবনে সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) তাঁর মৃত্যু পিড়ায় আক্রান্ত অবস্থায় বললেন, আমার জন্য যেন বুগলী (লাহাদ) কবর তৈরী করা হয় এবং তবে যেন কাঁচা ইট লাগান হয় যেভাবে কাঁচা ইট লাগানো হয়েছে রাসূলুল্লাহ (ﷺ) এর উপর।
كتاب الجنائز
باب فِي اللَّحْدِ وَنَصْبِ اللَّبِنِ عَلَى الْمَيِّتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ، مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৭০৮
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৮। ইমাম জা'ফর ইবনে মুহাম্মাদ তাঁহার পিতা ইমাম মুহাম্মাদ বাকের (রঃ) হইতে মুরসালরূপে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) এক মুর্দারের (কবরের) উপরে আপন দুই হাত একত্র করিয়া তিন কোষ মাটি দিয়াছেন এবং তিনি তাহার পুত্র ইবরাহীমের কবরের উপরে পানি ছিটাইয়াছেন এবং উহার উপর কাঁকর স্থাপন করিয়াছেন। —বগী শরহে সুন্নাহ্য়। ইমাম শাফেয়ী শুধু শেষ বাক্য বর্ণনা করিয়াছেন।
كتاب الجنائز
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حثا عَلَى الْمَيِّتِ ثَلَاثَ حَثَيَاتٍ بِيَدَيْهِ جَمِيعًا وَأَنَّهُ رَشَّ عَلَى قَبْرِ ابْنِهِ إِبْرَاهِيمَ وَوَضَعَ عَلَيْهِ حَصْبَاءَ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَرَوَى الشَّافِعِيُّ من قَوْله: «رش»