আলফিয়্যাতুল হাদীস
কবর জিয়ারত ও কবরবাসীকে সালাম করা -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৫৭১
আন্তর্জাতিক নং: ১৫৭১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবর যিয়ারত প্রসঙ্গে
১৫৭১। ইয়ূনুস ইবন আব্দুল আ'লা (রাযিঃ) ….. ইবন মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। কিন্তু এখন তোমরা কবর যিয়ারত করবে। কেননা, তা দুনিয়াতে নির্লোভ বানায় এবং আখিরাত স্মরণ করিয়ে দেয়।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي زِيَارَةِ الْقُبُورِ
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ عَنْ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وَتُذَكِّرُ الْآخِرَةَ
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৭৬৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৪। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে এই শিক্ষা দিতেন, যখন তাহারা কবর যিয়ারতে বাহির হইতেন, "তোমাদের প্রতি সালাম হউক হে (মুর্দানের) নগরবাসী মু'মিন ও মুসলমানগণ আমরাও ইনশাআল্লাহ্ নিশ্চয় তোমাদের সহিত যুক্ত হইতেছি, আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট শান্তি প্রার্থনা করিতেছি।" —মুসলিম
كتاب الجنائز
بَابُ زِيَارَةِ الْقُبُوْرِ
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ: «السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ» . رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক:
জামে' তিরমিযী
হাদীস নং: ১০৫৩
আন্তর্জাতিক নং: ১০৫৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরস্থানে প্রবেশের দুআ।
১০৫৩. আবু করায়ব (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন এর দিকে ফিরে বললেনঃ
السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ
আসসালামু আলাইকুম হে কবরের অধিবাসীগণ, আল্লাহ্ তাআলা আমাদের এবং তোমাদের মাগফিরাত করুন। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের পদাংক অনুসারী।
এই বিসয়ে বুরায়দা, আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। রাবী কুদায়নার নাম হল ইয়াহয়া ইবনুল-মুহাল্লাব। আর আবু যাবইয়ান-এর নাম হলো হুসাইন ইবনে জুনদুব।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَ الْمَقَابِرَ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، عَنْ أَبِي كُدَيْنَةَ، عَنْ قَابُوسِ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ " السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو كُدَيْنَةَ اسْمُهُ يَحْيَى بْنُ الْمُهَلَّبِ وَأَبُو ظَبْيَانَ اسْمُهُ حُصَيْنُ بْنُ جُنْدُبٍ .