আলফিয়্যাতুল হাদীস
অর্জিত সম্পদে বছর পূর্ণ না হওয়া পর্যন্ত জাকাত নেই -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ১৭৮৭
- যাকাতের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন মাল লাভ করিয়াছে, তাহার সে মালে যাকাত দেয়া হইবে না যাবৎ না উহার প্রতি বর্ষ গোজারিয়া যায়। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং এরূপ একদল বিশেষজ্ঞের নাম উল্লেখ করিয়াছেন, যাহারা হাদীসটিকে 'মউকুফ' বা ইবনে ওমরের কথা বলিয়া সাব্যস্ত করিয়াছেন।
كتاب الزكاة
اَلْفَصْلُ الثَّانِى
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاة فِيهِ حَتَّى يحول عيه الْحَوْلُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَذَكَرَ جَمَاعَةٌ أَنَّهُمْ وَقَفُوهُ على ابْن عمر
তাহকীক: