আলফিয়্যাতুল হাদীস
সাহরি খাওয়ার ফজিলত ও তার প্রতি উৎসাহ -এর বিষয়সমূহ
২ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ১৮০১
আন্তর্জাতিক নং: ১৯২৩
- রোযার অধ্যায়
১২০৩. সাহরীতে রয়েছে বরকত কিন্তু তা ওয়াজিব নয়।
১৮০১। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা সাহরী খাও, কেননা সাহরীতে বরকত রয়েছে।
كتاب الصوم
باب بَرَكَةِ السَّحُورِ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً ".
সহীহ মুসলিম
হাদীস নং: ২৪২১
আন্তর্জাতিক নং: ১০৯৬ - ১
- রোযার অধ্যায়
৯. সেহরীর ফযীলত, সেহরী খাওয়া মুস্তাহাব, সেহরী বিলম্বে খাওয়া এবং ইফতার তাড়াতাড়ি করা মুস্তাহাব
২৪২১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আমর ইবনে আস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমাদের ও কিতাবীদের রোযার মধ্যে পার্থক হল সেহরী খাওয়া।
كتاب الصيام
باب فَضْلِ السُّحُورِ وَتَأْكِيدِ اسْتِحْبَابِهِ وَاسْتِحْبَابِ تَأْخِيرِهِ وَتَعْجِيلِ الْفِطْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وَصِيَامِ أَهْلِ الْكِتَابِ أَكْلَةُ السَّحَرِ " .
তাহকীক: