আলফিয়্যাতুল হাদীস

ইফতারের দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৩৫০
আন্তর্জাতিক নং: ২৩৫৮
রোযার অধ্যায়
২১৫. ইফ্তারের সময় কী বলতে হবে।
২৩৫০. মুসাদ্দাদ ..... মুআয ইবনে যোহরা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি ইফতারের সময় এই দুআ পড়তেন (অর্থ): হে আল্লাহ্! আমি তোমারই জন্য রোযা রেখেছি এবং তোমরাই রিযক দ্বারা ইফতার করছি।
كتاب الصوم
باب الْقَوْلِ عِنْدَ الإِفْطَارِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَفْطَرَ قَالَ " اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ " .
tahqiq

তাহকীক:

explanationহাদীসের ব্যাখ্যা
rabi
বর্ণনাকারী:

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ১৯৯৩
- রোযার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৯৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন ইফতার করিতেন বলিতেনঃ তৃষ্ণা দূর হইল, শিরা উপশিরা সিক্ত হইল এবং আল্লাহ্ চাহেন তো সওয়াব নির্ধারিত হইল। – আবু দাউদ
كتاب الصوم
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ الله» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক: