আলফিয়্যাতুল হাদীস
আশুরার রোযা -এর বিষয়সমূহ
৩ টি হাদীস
সহীহ মুসলিম
হাদীস নং: ২৫২৯
আন্তর্জাতিক নং: ১১৩০ - ৩
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫২৯। ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় এসে ইয়াহুদীদেরকে আশুরার দিন রোযা পালনরত দেখতে পেলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কোন দিনের রোযা পালন করছ? তারা বলল, এ মহান দিনে আল্লাহ তাআলা মুসা (আলাইহিস সালাম) ও তাঁর সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফির’আউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। মুসা (আলাইহিস সালাম) কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এ দিনে রোযা পালন করেছেন। তাই আমরাও এ দিনে রোযা পালন করছি।
রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমরা তো তোমাদের থেকে মুসা (আলাইহিস সালাম) এর অধিক নিকটবর্তী এবং হকদার। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) রোযা পালন করলেন এবং রোযা পালন করার জন্য সকলকে নির্দেশ দিলেন।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنِي ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ " . فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ " . فَصَامَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَ بِصِيَامِهِ .
তাহকীক:
সহীহ বুখারী
হাদীস নং: ১৮৮০
আন্তর্জাতিক নং: ২০০৬
- রোযার অধ্যায়
১২৫১. আশুরার দিনে রোযা পালন করা।
১৮৮০। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে আশূরার দিনের রোযার উপরে অন্য দিনের রোযাকে প্রাধান্য প্রদান করতে দেখি নাই এবং এ মাস অর্থাৎ রমযান মাস (এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই)।
كتاب الصوم
باب صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ، إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ.
তাহকীক:
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ২০৪১
- রোযার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৪১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোযা রাখিলেন এবং উহাতে রোযা রাখার জন্য নির্দেশ দিলেন, সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। এই দিনকে তো ইহুদী ও নাসারাগণ সম্মান করে। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: যদি আমি আগামী বছর পর্যন্ত বাঁচিয়া থাকি নিশ্চয় আমি নবম তারিখেও রোযা রাখিব। —মুসলিম
كتاب الصوم
وَعَن ابْنِ عَبَّاسٍ قَالَ: حِينَ صَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ يُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لأصومن التَّاسِع» . رَوَاهُ مُسلم
তাহকীক: