আলফিয়্যাতুল হাদীস

মক্কায় প্রবেশ করা, তাওয়াফ করা এবং হাজরে আসওয়াদে চুমু খাওয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ২৫৬১
- হজ্জ্বের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬১। (তাবেয়ী') নাফে' বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) যখনই মক্কায় প্রবেশ করিতেন 'যি-তুওয়া'তে রাত্রি যাপন করিতেন, যাবৎ না ভোর হইত। অতঃপর গোসল করিতেন ও (নফল) নামায পড়িতেন, তৎপর দিনের বেলায় মক্কায় প্রবেশ করিতেন। এভাবে যখন তিনি মক্কা হইতে রওয়ানা হইতেন, তখনও তিনি যি-তুওয়া হইয়াই রওয়ানা হইতেন এবং তথায় রাত্রি যাপন করিতেন, যাবৎ না ভোর হইত। তিনি বলিতেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপই করিতেন। --মোত্তাঃ
كتاب المناسك
بَابُ دُخُوْلِ مَكَّةَ وَالطَّوَافِ: الْفَصْل الأول
عَنْ نَافِعٍ قَالَ: إِنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طُوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ وَيُصَلِّيَ فَيَدْخُلَ مَكَّةَ نَهَارًا وَإِذَا نَفَرَ مِنْهَا مَرَّ بِذِي طُوًى وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ

সহীহ মুসলিম

হাদীস নং: ২৮২৪
আন্তর্জাতিক নং: ১২১৮ - ৪
- হজ্ব - উমরার অধ্যায়
১৭. নবী (ﷺ) এর হজ্জের বিবরণ
২৮২৪। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় এসে পৌঁছলেন প্রথমে হাজারে আসওয়াদের নিকট এসে তাতে চুমু খেলেন, অতঃপর তাওয়াফ করলেন।
كتاب الحج
باب حَجَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَعْفَرِ بْنِ، مُحَمَّدٍ عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ مَكَّةَ أَتَى الْحَجَرَ فَاسْتَلَمَهُ ثُمَّ مَشَى عَلَى يَمِينِهِ فَرَمَلَ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ১৮৭০
আন্তর্জাতিক নং: ১৮৭২
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৪৪. বায়তুল্লাহ্ শরীফ দৃষ্টিগোচর হলে হাত উত্তোলন করা।
১৮৭০. ইবনে হাম্বল (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (ﷺ) মদীনা হতে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। অতঃপর তিনি মক্কায় প্রবেশ করে হাজরে আসওয়াদের নিকটবর্তী হন এবং তাতে চুম্বন দেন। পরে তিনি বায়তুল্লাহ্ তাওয়াফ সম্পন্ন করেন, অতঃপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করা কালে তাঁর দৃষ্টি বায়তুল্লাহর দিকে পতিত হলেই তিনি দুআর জন্য হাত উঠাতেন এবং তিনি যতক্ষণ ইচ্ছা আল্লাহর যিক্‌র ও দুআয় মগ্ন থাকতেন। এ সময় আনসারগণ তাঁর নীচের দিকে ছিলেন।
كتاب المناسك
باب فِي رَفْعِ الْيَدَيْنِ إِذَا رَأَى الْبَيْتَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، وَهَاشِمٌ، - يَعْنِي ابْنَ الْقَاسِمِ - قَالاَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَخَلَ مَكَّةَ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ ثُمَّ طَافَ بِالْبَيْتِ ثُمَّ أَتَى الصَّفَا فَعَلاَهُ حَيْثُ يَنْظُرُ إِلَى الْبَيْتِ فَرَفَعَ يَدَيْهِ فَجَعَلَ يَذْكُرُ اللَّهَ مَا شَاءَ أَنْ يَذْكُرَهُ وَيَدْعُوهُ قَالَ وَالأَنْصَارُ تَحْتَهُ قَالَ هَاشِمٌ فَدَعَا وَحَمِدَ اللَّهَ وَدَعَا بِمَا شَاءَ أَنْ يَدْعُوَ .