আলফিয়্যাতুল হাদীস
নবিজি তাঁর কন্যা ফাতেমাকে দেওয়া উপঢৌকন -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৩৮৪
আন্তর্জাতিক নং: ৩৩৮৪
বিবাহ-শাদীর অধ্যায়
কন্যাকে গৃহাস্থালীর আসবাবপত্র (জাহীয) দেয়া
৩৩৮৭. নাসির ইবনে ফারাজ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাযিঃ)-কে যাহিয দান করেছিলেন- একখানা চাদর। একটা পানির পাত্ৰ (মশক) আর একটা বালিশ, যার ভিতরে ছিল ইযখির নামক তৃণ।
كتاب النكاح
جِهَازُ الرَّجُلِ ابْنَتَهُ
أَخْبَرَنَا نَصِيرُ بْنُ الْفَرَجِ قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةٍ حَشْوُهَا إِذْخِرٌ
তাহকীক: