আলফিয়্যাতুল হাদীস
যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে মহব্বত করল অথচ তাদের সঙ্গে মিলিত হলো না -এর বিষয়সমূহ
২ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৫৭৩৮
আন্তর্জাতিক নং: ৬১৬৯
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৫৮. মহামহিম আল্লাহর প্রতি ভালবাসার নিদর্শন।
৫৭৩৮। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেছেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে জিজ্ঞাসা করলঃ ইয়া রাসূলাল্লাহ! এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন, যে ব্যক্তি কোন দলকে ভালবাসে, কিন্তু (আমলের দিক দিয়ে) তাদের সমান হতে পারেনি। তিনি বললেনঃ মানুষ যাকে ভালবাসে, সে তারই সঙ্গী হবে।
كتاب الأدب
بَابُ عَلاَمَةِ حُبِّ اللَّهِ عَزَّ وَجَلَّ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ـ رضى الله عنه جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَقُولُ فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ". تَابَعَهُ جَرِيرُ بْنُ حَازِمٍ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ وَأَبُو عَوَانَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ৫০০৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০০৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্। কিয়ামত কখন হইবে? তিনি বলিলেন: তোমার জন্য আফসোস! আচ্ছা তুমি উহার জন্য কি প্রস্তুতি নিয়াছ? সে বলিল, উহার জন্য আমি কিছুই প্রস্তুত করি নাই। তবে আমি আল্লাহ্ ও তাঁহার রাসূলকে ভালবাসি। তখন তিনি বলিলেনঃ তুমি যাহাকে ভালবাস তাহার সাথেই থাকিবে। বর্ণনাকারী আনাস বলেন, ইসলামের পর মুসলমানদিগকে আমি এতটা খুশী হইতে দেখি নাই, আজ হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনিয়া যতটা খুশী হইয়াছিলেন। — মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا؟» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ. قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ» . قَالَ أَنَسٌ: فَمَا رَأَيْتُ الْمُسْلِمِينَ فَرِحُوا بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ فَرَحَهُمْ بِهَا. مُتَّفق عَلَيْهِ
তাহকীক: