আলফিয়্যাতুল হাদীস

তাকওয়া প্রসঙ্গ -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৫১৯৮
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫১৯৮। হযরত আবু যার (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে বলিয়াছেনঃ তুমি লাল বর্ণ বা কাল বর্ণবিশিষ্ট হইতে উত্তম হইবে না; বরং তাওয়া বা পরহেজগারী দ্বারাই উহাদের হইতে তোমার মর্যাদা লাভ হইবে। —আহমদ
كتاب الرقاق
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّكَ لَسْتَ بِخَيْرٍ مِنْ أَحْمَرَ وَلَا أَسْوَدَ إِلَّا أَنْ تفضلَه بتقوى» . رَوَاهُ أَحْمد

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৫২২৭
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৫২২৭। হযরত মুয়ায ইবনে জাবাল (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে (শাসক নিযুক্ত করিয়া) ইয়ামান পাঠাইলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে নসীহত ও উপদেশ দিতে দিতে তাঁহার সঙ্গে বাহির হইলেন। এই সময় মুয়া'য ছিলেন সওয়ারীতে আর রাসূলুল্লাহ্ (ﷺ) চলিলেন পদব্রজে, সওয়ারী হইতে নীচে। (উপদেশাবলী হইতে) অবসর হইয়া তিনি বলিলেনঃ হে মুয়া'য! সম্ভবতঃ এই বৎসরের পর তুমি আর আমার সাক্ষাৎ পাইবে না। এমনও হইতে পারে তুমি আমার মসজিদ ও আমার কবরের পার্শ্ব দিয়া অতিক্রম করিবে। এতদ্‌বণে হযরত মুয়ায রাসূলুল্লাহর বিচ্ছেদ চিন্তায় ভারাক্রান্ত হইয়া কাঁদিতে লাগিলেন। অতঃপর তিনি মদীনার দিকে তাকাইলেন এবং উহাকে সম্মুখে রাখিয়া বলিলেনঃ নিশ্চয় ঐ সমস্ত লোকেরাই আমার নিকটতম যাহারা খোদাভীরু, পরহেজগার। চাই তাহারা যে কেহই হউক এবং যে কোথাও থাকুক না কেন? —উপরোক্ত হাদীস চারটি ইমাম আহমদ রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الرقاق
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ خَرَجَ مَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِيهِ وَمُعَاذٌ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي تَحْتَ رَاحِلَتِهِ فَلَمَّا فَرَغَ قَالَ: يَا مُعَاذُ إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا وَلَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِي هَذَا وَقَبْرِي فَبَكَى مُعَاذٌ جَشَعًا لِفِرَاقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ الْتَفَتَ فَأَقْبَلَ بِوَجْهِهِ نَحْوَ الْمَدِينَةِ فَقَالَ: «إِنَّ أَوْلَى النَّاسِ بِيَ الْمُتَّقُونَ مَنْ كَانُوا وَحَيْثُ كَانُوا» رَوَى الْأَحَادِيث الْأَرْبَعَة أَحْمد

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৫৩৫৬
- নম্রতা ও যুহদের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - ভয় ও কান্না
৫৩৫৬। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে আয়েশা! তুমি ঐসকল গুনাহ্ হইতে বাঁচিয়া থাক যেগুলিকে ক্ষুদ্র ধারণা করা হয়। কেননা, এই সমস্ত ছোট ছোট গুনাহ্গুলির খোঁজ রাখার জন্য আল্লাহর তরফ হইতে (ফিরিশতা) নিয়োজিত রহিয়াছেন। —ইবনে মাজাহ্, দারেমী ও বায়হাকী শো আবুল ঈমানে
كتاب الرقاق
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا عَائِشَةَ إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ والْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
tahqiq

তাহকীক: