আলফিয়্যাতুল হাদীস

পানাহারের সময় পড়ার দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৪৫৭
আন্তর্জাতিক নং: ৩৪৫৭
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
খাওয়া শেষ হওয়ার পর কী পড়বে
৩৪৫৭. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) যখন কিছু আহার করতেন বা পান করতেন তখন বলতেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ সব তারীফ আল্লাহরই যিনি আমাদের আহার করিয়েছেন। আমাদের পান করিয়েছেন এবং আমাদের মুসলিম করেছেন। ইবনে মাজাহ
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا فَرَغَ مِنَ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ رِيَاحِ بْنِ عَبِيدَةَ، قَالَ حَفْصٌ عَنِ ابْنِ أَخِي أَبِي سَعِيدٍ، وَقَالَ أَبُو خَالِدٍ، عَنْ مَوْلًى، لأَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৪৫৮
আন্তর্জাতিক নং: ৩৪৫৮
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
খাওয়া শেষ হওয়ার পর কী পড়বে
৩৪৫৮. মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রাহঃ) ..... সাহল ইবনে মু’আয ইবনে আনাস তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি খাওয়ার পর এই দুআ পাঠ করে তবে তার পূর্বের সব গুনাহ্ মাফ করে দেওয়া হবে। দুআটি হলঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ ইবনে মাজাহ হাদীসটি হাসান-গরীব। বর্ণনাকারী আবু মারহাম (রাহঃ) এর নাম হল আব্দুর রহীম ইবনে মায়মুন।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا يَقُولُ إِذَا فَرَغَ مِنَ الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ . غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ .