আলফিয়্যাতুল হাদীস

আয়না দেখার দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৫০৯৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. তৃতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৯৮। হযরত জা'ফর ইবনে মুহাম্মাদ তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) যখন আয়নার দিকে তাকাইতেন, তখন বলিতেনঃ আলহামদু লিল্লাহ্' সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমার গঠন ও চরিত্রকে উত্তম বানাইয়াছেন এবং অন্যান্যের মধ্যে (গঠনে) যে সকল দোষ-ত্রুটি রহিয়াছে তাহা হইতে মুক্ত রাখিয়া আমাকে সৌন্দর্যমণ্ডিত করিয়াছেন। বায়হাকী মুরসাল হিসাবে
كتاب الآداب
وَعَنْ جَعْفَرِ

بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَظَرَ فِي الْمِرْآةِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي حَسَّنَ خُلُقِي وَخَلْقِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان» مُرْسلا
tahqiq

তাহকীক: