আলফিয়্যাতুল হাদীস

শত্রুর ভয়ের আশঙ্কা হলে পড়ার দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে আবু দাউদ

হাদীস নং: ১৫৩৭
আন্তর্জাতিক নং: ১৫৩৭
নামাযের অধ্যায়
৩৭১. শত্রুর ভয়ে ভীত অবস্থায় পাঠ করার দুআ।
১৫৩৭. মাহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ..... আবু বুরদা ইবনে আব্দুল্লাহ (রাহঃ) হতে বর্ণিত। তাঁর পিতা নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, যখন তিনি (নবী (ﷺ)) কোন সম্প্রদায়ের তরফ হতে কোনরূপ বিপদের আশঙ্কা করতেন তখন এরূপ বলতেনঃ “ইয়া আল্লাহ! আমরা আপনাকে তাদের সাথে মুকাবেলার জন্য যথেষ্ট মনে করি এবং তাদের অত্যাচার-অবিচার হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি।” (আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরূরিহিম)।
كتاب الصلاة
باب مَا يَقُولُ إِذَا خَافَ قَوْمًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ " اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ " .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ২৪৫৫
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫৫। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, খন্দক যুদ্ধের দিন আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের কি কিছু বলিবার আছে? প্রাণ তো ওষ্ঠাগত হইয়া গেল। তিনি বলিলেনঃ হ্যাঁ, বল, “আল্লাহ্! তুমি আমাদের দোষ ঢাকিয়া রাখ এবং আমাদের ভয় নিরাপদ কর।” আবু সায়ীদ বলেন, সুতরাং আল্লাহ্ তাঁহার শত্রুদিগকে ঝঞ্ঝা দ্বারা দমন করিলেন এবং ঝঞ্ঝা দ্বারাই তাহাদিগকে পরাজিত করিলেন। —আহমদ
كتاب الدعوات
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قُلْنَا يَوْمَ الْخَنْدَقِ: يَا رَسُولَ اللَّهِ هَلْ مِنْ شَيْءٍ نَقُولُهُ؟ فَقَدْ بَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ قَالَ: «نَعَمْ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا» قَالَ: فَضَرَبَ اللَّهُ وُجُوهَ أَعْدَائِهِ بِالرِّيحِ وَهَزَمَ اللَّهُ بِالرِّيحِ. رَوَاهُ أَحْمد