আলফিয়্যাতুল হাদীস

হাঁচি ও হাঁচিদাতার জবাবে পড়ার দোয়া -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫৭৯১
আন্তর্জাতিক নং: ৬২২৪
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৮৮. কেউ হাঁচি দিলে, কীভাবে জবাব দিতে হবে?
৫৭৯১। মালিক ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ হাঁচি দেয়, তখন সে যেন ″আলহামদুলিল্লাহ″ বলে। আর তার শ্রোতা যেন এর জবাবে ″ইয়ারহামুকাল্লাহ″ বলে। আর যখন সে ″ইয়ারহামুকাল্লাহ″ বলবে, তখন হাঁচিদাতা তাকে বলবেঃ ″ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়ুসলিহু বালাকুম″।
كتاب الأدب
باب إِذَا عَطَسَ كَيْفَ يُشَمَّتُ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ. وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ. فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ. فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ ".

জামে' তিরমিযী

হাদীস নং: ২৭৩৮
আন্তর্জাতিক নং: ২৭৩৮
অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাঁচি দিলে হাঁচিদাতা কী বলবে?
২৭৩৮. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ..... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ)-এর পাশে হাঁচি দিয়ে বললঃ আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইবনে উমর (রাযিঃ) বললেনঃ আমিও তো পড়ি আলহামদুলিল্লাহ্ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ্। কিন্তু (হাঁচির বেলায়) রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের এরূপ শিক্ষা দেন নি। তিনি তো আমাদের এই ক্ষেত্রে ’আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’’ - বলতে শিক্ষা দিয়েছেন।
أبواب الاستئذان والآداب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا يَقُولُ العَاطِسُ إِذَا عَطَسَ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا حَضْرَمِيٌّ، مَوْلَى آلِ الْجَارُودِ عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلاً، عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ . قَالَ ابْنُ عُمَرَ وَأَنَا أَقُولُ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلاَمُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَّمَنَا أَنْ نَقُولَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زِيَادِ بْنِ الرَّبِيعِ .