আলফিয়্যাতুল হাদীস

নামাজের জন্য অজু আবশ্যক -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ১৩৫
আন্তর্জাতিক নং: ১৩৫
- উযূর অধ্যায়
৯৬. উযুর বর্ণনা। পরিচ্ছেদ: ৯৭. পবিত্রতা ছাড়া নামায আদায় করলে কবুল হয় না।
১৩৫। ইসহাক ইবনে ইবরাহীম হানযালী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির হাদস হয় তাঁর নামায কবুল হবে না, যতক্ষণ না সে উযু করে। হাযরা-মাওতের এক ব্যক্তি বলেন, হে আবু হুরায়রা! হাদস কী? তিনি বলেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া।
كتاب الوضوء
كتاب الوضوء
باب ما جاء في الوضوء
باب لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ". قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ فُسَاءٌ أَوْ ضُرَاطٌ.

সহীহ মুসলিম

হাদীস নং: ৪২৮
আন্তর্জাতিক নং: ২২৪ - ১
- পবিত্রতা অর্জনের অধ্যায়
২. নামায আদায়ের জন্য তাহারাতের (পবিত্রতার) আবশ্যিকতা
৪২৮। সাঈদ ইবনে মনসুর, কুতায়বা ইবনে সাঈদ ও আবু কামিল জাহদারী (রাহঃ) ......... মুসআব ইবনে সা’দ (রাহঃ) থেকে তিনি বর্ণিত। বলেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) অসুস্থ ইবনে আমিরকে দেখতে গিয়েছিলেন। তখন ইবনে আমির তাকে বললেন, হে ইবনে উমর! আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দুআ করেন না? ইবনে উমর (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তাহারাত ব্যতিরেকে নামায কবুল হয় না। খিয়ানতের সম্পদ থেকে সাদ্‌কা কবুল হয় না। আর তুমি তো ছিলে বসরার শাসনকর্তা (ফলে তোমার দ্বারা খিয়ানত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর খিয়ানতকারীর পক্ষে দু'আ কবুল হয় না)।
كتاب الطهارة
باب وُجُوبِ الطَّهَارَةِ لِلصَّلاَةِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ - وَاللَّفْظُ لِسَعِيدٍ - قَالُوا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَلَى ابْنِ عَامِرٍ يَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ أَلاَ تَدْعُو اللَّهَ لِي يَا ابْنَ عُمَرَ . قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ " . وَكُنْتَ عَلَى الْبَصْرَةِ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৬১
আন্তর্জাতিক নং: ৬১
পাক-পবিত্রতার অধ্যায়
৩১. উযু ফরয হওয়া সম্পর্কে।
৬১. উছমান ইবনে আবি শাঈবা .... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ নামাযের চাবি হল পবিত্রতা (অর্থাৎ উযু বা গোসল), এর তাকবীর পার্থিব যাবতীয় কাজকে হারাম করে এবং সালাম (অর্থাং সালাম ফিরানো) যাবতীয়। ক্রিয়া-কর্মকে হালাল করে দেয়।
كتاب الطهارة
باب فَرْضِ الْوُضُوءِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " .

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ২৯৪
- পাক-পবিত্রতার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৯৪। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরেশাদ করেছেন, বেহেশতের চাবি নামায আর নামাযের চাবি পাক-পবিত্রতা। —আহমদ
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّالِثُ
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ وَمِفْتَاحُ الصَّلَاة الطّهُور» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক: