আলফিয়্যাতুল হাদীস
তায়াম্মুমের পদ্ধতি -এর বিষয়সমূহ
১ টি হাদীস
ফিকহুস সুনান
হাদীস নং: ২০৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
তায়াম্মুমের পদ্ধতি
(২০৫) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, পানি না পেলে মাটিতে মাসাহ করার (তায়াম্মুম করার) অনুমতি যখন নাযিল হল তখন অন্যান্যদের সাথে আমি সেখানে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দেন যে, আমরা মুখ মোছার জন্য একবার মাটিতে আঘাত করব এবং আরেকবার আঘাত করব দুইহাত কনুই পর্যন্ত মোছার জন্য।
كتاب الطهارة
عن عمار رضي الله عنه قال: كنت في القوم حتى نزلت الرخصة في المسح بالتراب إذا لم تجد الماء فأمرنا فضربنا واحدة للوجه ثم ضربنا أخرى لليدين إلى المرفقين
তাহকীক: