আনওয়ারুল হাদীস

শহীদী মৃত্যুতে কষ্ট নেই -এর বিষয়সমূহ

টি হাদীস

মিশকাতুল মাসাবীহ

হাদীস নং: ৩৮৩৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শহীদ কতল বা হত্যার ব্যথা ততটুকুই অনুভব করে, যতটুকু তোমাদের কেহ পিঁপড়ার দংশনে ব্যথা অনুভব করিয়া থাকে। – তিরমিযী, নাসায়ী ও দারেমী এবং তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب الجهاد
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهِيدُ لَا يَجِدُ أَلَمَ الْقَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ أَلَمَ الْقَرْصَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক: