আনওয়ারুল হাদীস
কোন প্রাণীকে যবেহ করার সময় তাকে কষ্ট দেবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩১৭০
আন্তর্জাতিক নং: ৩১৭০
জবাইয়ের বিধান
যবাহ করার সময় উত্তমরূপে যবাহ কর
৩১৭০। মুহাম্মাদ ইব্ন মুসান্না (রাযিঃ)......শাদ্দাদ ইব্ন আওস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ মহান আল্লাহ প্রতিটি জিনিসের জন্য দয়া ও অনুগ্রহ নির্ধারণ করেছেন। অতএব যখন তোমরা হত্যা (যুদ্ধ) কর তা উত্তমভাবে কর, যখন যবাহ কর তাও উত্তমভাবে কর। তোমাদের প্রত্যেকে যেন নিজের ছুরি ধারালো করে নেয় এবং নিজের যবাহকৃত পশুকে আরাম দেয়।
كتاب الذبائح
بَاب إِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ " .