আনওয়ারুল হাদীস
মহিলারাও যবেহ করতে পারবে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৫১০৮
আন্তর্জাতিক নং: ৫৫০৪
- যবাহ করা ও শিকারের অধ্যায়
২৯১৫. দাসী ও মহিলার যবেহকৃত জন্তু
৫১০৮। সদাকা (রাহঃ) ......... কা‘ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক মহিলা পাথরের সাহায্যে একটি বকরি যবেহ করেছিল। এ ব্যাপারে নবী করীম (ﷺ) -কে জিজ্ঞাসা করা হলে, তিনি সেটি খাওয়ার নির্দেশ দেন। লায়স (রাহঃ) নাফি‘ (রাহঃ) সূত্রে বলেনঃ তিনি জনৈক আনসারকে নবী করীম (ﷺ) থেকে ‘আব্দুল্লাহ সম্পর্কে বলতে শুনেছেন যে, কা‘ব (রাযিঃ) এর একটি দাসী......। পরবর্তী অংশ উক্ত হাদীসের অনুরূপ।
كتاب الذبائح والصيد
باب ذَبِيحَةِ الْمَرْأَةِ وَالأَمَةِ
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنٍ لِكَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، ذَبَحَتْ شَاةً بِحَجَرٍ، فَسُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَأَمَرَ بِأَكْلِهَا. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنَا نَافِعٌ أَنَّهُ سَمِعَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُخْبِرُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جَارِيَةً لِكَعْبٍ بِهَذَا.
তাহকীক: