আনওয়ারুল হাদীস

কোন পশুর দুধ আটকিয়ে রেখে বিক্রি করা বৈধ নয় -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২২৪১
আন্তর্জাতিক নং: ২২৪১
লেনদেন ও ব্যবসা-বাণিজ্য অধ্যায়
স্তনে দুধ আটকে রেখে জন্তু বিক্রি করা
২২৪১। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ) ……. আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, সাদেকুল মাসদূক আবুল কাসিম (ﷺ) আমাদেরকে বলেছেনঃ দুধ আটকে রেখে জন্তু বিক্রয় করা একটি প্রতারণা। আর মুসলমানের জন্য প্রতারণা করা হালাল নয়।
أبواب التجارات
بَاب بَيْعِ الْمُصَرَّاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى الصَّادِقِ الْمَصْدُوقِ أَبِي الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ حَدَّثَنَا قَالَ ‏ "‏ بَيْعُ الْمُحَفَّلاَتِ خِلاَبَةٌ وَلاَ تَحِلُّ الْخِلاَبَةُ لِمُسْلِمٍ ‏"‏ ‏.‏