আনওয়ারুল হাদীস
অনুপস্থিত ব্যক্তির সালামের উত্তর কিভাবে দেবেন? -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ৫৮১৯
আন্তর্জাতিক নং: ৬২৫৩
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩০৯. যদি কেউ বলে যে, অমুক তোমাকে সালাম করেছেন।
৫৮১৯। আবু নুয়াইম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন নবী (ﷺ) তাকে বললেনঃ জিবরাঈল (আলাইহিস সালাম) তোমাকে সালাম করেছেন। তখন তিনি বললেনঃ ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
كتاب الاستئذان
باب إِذَا قَالَ فُلاَنٌ يُقْرِئُكَ السَّلاَمَ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا " إِنَّ جِبْرِيلَ يُقْرِئُكِ السَّلاَمَ ". قَالَتْ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ.