আনওয়ারুল হাদীস

আখিরাতের কোন যাত্রীর মাধ্যমে মৃত ব্যক্তির কাছে সালাম পাঠানো যায় -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১৪৫০
আন্তর্জাতিক নং: ১৪৫০
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
রোগীর কাছে উপস্থিত হয়ে যে দুআ পড়া হবে
১৪৫০। আহমদ ইবন আয্হার (রাহঃ).... মুহাম্মাদ ইবন মুনকাদির (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি মৃত্যুপথ যাত্রী জাবির ইবন্ আব্দুল্লাহ (রাযিঃ) এর নিকট উপস্থিত হয়ে বললামঃ আপনি রাসুলুল্লাহ (ﷺ) কে আমার সালাম পৌঁছে দেবেন।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِيمَا يُقَالُ عِنْدَ الْمَرِيضِ إِذَا حُضِرَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوتُ فَقُلْتُ اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم السَّلَامَ