আনওয়ারুল হাদীস

হাদিয়ার প্রতিদান দেয়া উচিত -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ২৪১৪
আন্তর্জাতিক নং: ২৫৮৫
- হিবা তথা উপহার প্রদান, এর ফযীলত ও এতে উৎসাহ প্রদান
১৬১৫. হিবার প্রতিদান দেওয়া
২৪১৪। মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাদিয়া কবুল করতেন এবং তার প্রতিদানও দিতেন। আবু আব্দুল্লাহ (রাহঃ) বলেন, ওয়াকী ও মুহাযির (রাহঃ) হিশাম থেকে তার পিতা সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে উল্লেখ করেন নি।
كتاب الهبة وفضلها والتحريض عليها
باب الْمُكَافَأَةِ فِي الْهِبَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا. لَمْ يَذْكُرْ وَكِيعٌ وَمُحَاضِرٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ.