আনওয়ারুল হাদীস

সূরা ইয়াসীন পাঠ -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ২৮৮৭
আন্তর্জাতিক নং: ২৮৮৭
কুরআনে কারীমের ফযীলত ও আদব
সূরা ইয়াসীন এর ফযীলত
২৮৮৭. কুতায়বা ও সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিটি বস্ত্তুরই অন্তর আছে। কুরআনের অন্তর হল সূরা ইয়াসীন। যে ব্যক্তি সূরা ইয়াসীন পাঠ করবে আল্লাহ্ তাআলা তার এ পাঠের বিনিময়ে দশ বার কুরআন পাঠ করার সমতুল্য সাওয়াব নির্ধারণ করবেন। এ হাদীসটি গারীব। হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর এ সূত্র ছাড়া বাসরায় কাতাদা (রাহঃ) এর রিওয়ায়াত সম্পর্কে কিছু জানা নেই। রাবী হারূন আবু মুহাম্মাদ হলেন একজন অজ্ঞাত শায়খ। আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্ন (রাহঃ) হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে উক্ত সনদে তা বর্ণিত আছে। এ বিষয়ে আবু বকর সিদ্দীক ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবু বকর (রাযিঃ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি সনদের দিক থেকে সহীহ নয়। এর সনদ যঈফ।
أبواب فضائل القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ يس
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالاَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّؤَاسِيُّ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ هَارُونَ أَبِي مُحَمَّدٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا وَقَلْبُ الْقُرْآنِ يس وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ الْقُرْآنِ عَشْرَ مَرَّاتٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَبِالْبَصْرَةِ لاَ يَعْرِفُونَ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَهَارُونُ أَبُو مُحَمَّدٍ شَيْخٌ مَجْهُولٌ .

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، بِهَذَا . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَلاَ يَصِحُّ حَدِيثُ أَبِي بَكْرٍ مِنْ قِبَلِ إِسْنَادِهِ إِسْنَادُهُ ضَعِيفٌ .