আনওয়ারুল হাদীস
জাহান্নামে কাদের সংখ্যা হবে বেশী? -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং: ২৬০৩
আন্তর্জাতিক নং: ২৬০৩
নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ
অধিকাংশ জাহান্নামবাসী হল মহিলা।
২৬০৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি জাহান্নামের দিকে তাকালাম, এর অধিকাংশ অধিবাসী দেখলাম মহিলা। জান্নাতের দিকে তাকালাম, এর অধিকাংশ অধিবাসী দেখলাম দরিদ্র ব্যক্তিগণ।
হাদীসটি হাসান-সহীহ। আবু রাজা- ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে আওফ (রাহঃ) আর আবু রাজা- ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে আইয়ুব (রাহঃ) এইরূপই রিওয়ায়াত করেছেন। এই উভয় সনদ সম্পর্কেই কোন বিতর্ক নেই। আবু রাজা (রাহঃ) উভয়ের নিকট থেকেই হাদীসটি শুনেছেন বলে সম্ভাবনা আছে। আবু রাজা- ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) সূত্রে আওফ ছাড়া অন্যরাও হাদীসটি রিওয়ায়াত করেছেন।
أبواب صفة جهنم عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ أَنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ النِّسَاءُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالُوا حَدَّثَنَا عَوْفٌ، هُوَ ابْنُ أَبِي جَمِيلَةَ عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ وَاطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا يَقُولُ عَوْفٌ عَنْ أَبِي رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَيَقُولُ أَيُّوبُ عَنْ أَبِي رَجَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ وَكِلاَ الإِسْنَادَيْنِ لَيْسَ فِيهِمَا مَقَالٌ وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ أَبُو رَجَاءٍ سَمِعَ مِنْهُمَا جَمِيعًا وَقَدْ رَوَى غَيْرُ عَوْفٍ أَيْضًا هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي رَجَاءٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ .