আনওয়ারুল হাদীস

পায়খানা থেকে ফেরার সময় কি দুজা পাঠ করবে? -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩০১
আন্তর্জাতিক নং: ৩০১
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পায়খানা থেকে বের হওয়ার সময় যা বলবে
৩০১। হারূন ইবন ইসহাক (রাহঃ) ........ আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন নবী (ﷺ) বায়তুল-খালা (পায়খানা) থেকে বের হতেন, তখন তিনি বলতেনঃ الحمد لله الذي أذهب عني الأذى وعافاني "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্ট দূর করেছেন এবং নিরাপত্তা দান করেছেন।"
أبواب الطهارة وسننها
بَاب مَا يَقُولُ إِذَا خَرَجَ مِنْ الْخَلَاءِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، وَقَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا خَرَجَ مِنَ الْخَلاَءِ قَالَ ‏ "‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي ‏"‏ ‏.‏