আনওয়ারুল হাদীস
ইমাম হলে অতি দীর্ঘ কিরাআতে নামায পড়াবে না -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ মুসলিম
হাদীস নং: ৯৩০
আন্তর্জাতিক নং: ৪৬৭ - ১
- নামাযের অধ্যায়
৩৭. ইমামের প্রতি নামাযের পূর্ণতা বজায় রেখে সংক্ষিপ্ত করার নির্দেশ
৯৩০। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ লোকদের ইমামতি করবে, তখন (নামায) সংক্ষিপ্ত করবে। কেননা, তাদের মধ্যে শিশু, বৃদ্ধ, দুর্বল, ও রুগ্ন ব্যক্তি থাকে। আর যখন একাকী নামায আদায় করবে তখন যেভাবে মন চায় তা আদায় করবে।
كتاب الصلاة
باب أَمْرِ الأَئِمَّةِ بِتَخْفِيفِ الصَّلاَةِ فِي تَمَامٍ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ - عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمُ الصَّغِيرَ وَالْكَبِيرَ وَالضَّعِيفَ وَالْمَرِيضَ فَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ " .