আনওয়ারুল হাদীস

নামাযে কাতার সোজা রাখার তাকীদ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৬৮৭
আন্তর্জাতিক নং: ৭২৩
- আযান-ইকামতের অধ্যায়
৪৬৬. কাতার সোজা করা নামাযের পূর্ণতার অঙ্গ।
৬৮৭। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নিবে। কেননা কাতার সোজা করা নামাযের সৌন্দর্যের অন্তর্ভুক্ত।
كتاب الأذان
باب إِقَامَةِ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ ".