আনওয়ারুল হাদীস

অধিক পরিমাণে নফল নামায আদায় রাসূলুল্লাহ (সাঃ) এর সান্নিধ্য লাভের একটি উপায় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ৯৭৮
আন্তর্জাতিক নং: ৪৮৯
- নামাযের অধ্যায়
৪৩. সিজদার ফযীলত ও তার প্রতি উৎসাহ প্রদান
৯৭৮। আল-হাকাম ইবনে মুসা আবু সালিহ (রাহঃ) ......... রাবী’আ ইবনে কা’ব আসলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে রাত যাপন করি। আমি তার পানি এবং তার যা প্রয়োজন তা এগিয়ে দিই। তখন তিনি আমাকে বললেন, চাও। বললাম আমি এ-ই চাই। তিনি বললেন, তাহলে তুমি অধিক সিজদা দ্বারা তোমার নিজের ব্যাপারে আমাকে সাহায্য করবে।
كتاب الصلاة
باب فَضْلِ السُّجُودِ وَالْحَثِّ عَلَيْهِ
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا هِقْلُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ الأَوْزَاعِيَّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّ، قَالَ كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي " سَلْ " . فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ . قَالَ " أَوَغَيْرَ ذَلِكَ " . قُلْتُ هُوَ ذَاكَ . قَالَ " فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ " .