আনওয়ারুল হাদীস

মৃত ব্যক্তির গুণের আলোচনা করবে, দোষ চর্চা করতে নেই -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ১০১৯
আন্তর্জাতিক নং: ১০১৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
আরেকটি অনুচ্ছেদ।
১০১৯. আবু কুরায়ব (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণ ও ভাল দিকসমুহ আলোচনা করবে আর তাদের মন্দ দিকগুলি সম্পর্কে বিরত থাকবে।

আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ আল বুখারী (রাহঃ) কে বলতে শুনেছি যে, রাবী ইমরান ইবনে আনাস আল-মাক্কি মুনকারুল হাদীস, তাঁর হাদীস প্রত্যাখ্যাত। কেউ কেউ এটিকে আতা-আয়িশা (রাযিঃ) সূত্রেও উল্লেখ করেছেন। ইমরান ইবনে আবী আনাস আল-মিসরী (রাহঃ) এই ইমরান ইবনে আনাস আল-মাক্কি এর তুলনায় অগ্রগণ্য ও নির্ভরযোগ্য।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب آخَرُ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ عِمْرَانُ بْنُ أَنَسٍ الْمَكِّيُّ مُنْكَرُ الْحَدِيثِ وَرَوَى بَعْضُهُمْ عَنْ عَطَاءٍ عَنْ عَائِشَةَ . قَالَ وَعِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ مِصْرِيٌّ أَقْدَمُ وَأَثْبَتُ مِنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ .