আনওয়ারুল হাদীস

অভাবীদের সাহায্য করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৪৯৬১
আন্তর্জাতিক নং: ৫৩৫২
- ভরণ পোষণ বাসস্থান অধ্যায়
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফযীলত।
৪৯৬১। ইসমা‘ঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান! আমিও খরচ করবো তোমার প্রতি।
كتاب النفقات
باب فَضْلِ النَّفَقَةِ عَلَى الأَهْلِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ ".