আনওয়ারুল হাদীস
অনেক সময় কর্জের সওয়াব দানের চাইতেও বেশী হয় -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৪৩১
আন্তর্জাতিক নং: ২৪৩১
দান-সাদ্কা সম্পর্কিত
করয দেওয়া
২৪৩১। উবায়দুল্লাহ ইবন 'আব্দুল করীম (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মি'রাজের রাতে আমি জান্নাতের একটি দরজার ওপর লেখা দেখলাম, সদকায় দশগুণ ছওয়াব এবং করযে আঠারোগুণ। আমি বললামঃ হে জিবরাঈল! করয সদকার চেয়ে উত্তম কেন? তিনি বললেনঃ কারণ ভিক্ষুক তার কাছে (সম্পদ) থাকতেও চায়। আর করযদার প্রয়োজন ছাড়া করয চায় না।
أبواب الصدقات
بَاب الْقَرْضِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْكَرِيمِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى بَابِ الْجَنَّةِ مَكْتُوبًا الصَّدَقَةُ بِعَشْرِ أَمْثَالِهَا وَالْقَرْضُ بِثَمَانِيَةَ عَشَرَ . فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا بَالُ الْقَرْضِ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ . قَالَ لأَنَّ السَّائِلَ يَسْأَلُ وَعِنْدَهُ وَالْمُسْتَقْرِضُ لاَ يَسْتَقْرِضُ إِلاَّ مِنْ حَاجَةٍ " .
তাহকীক: