আনওয়ারুল হাদীস

দেরী করে সাহরী খাওয়া এবং আউয়াল ওয়াতে ফজর পড়া -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ১৭৯৯
আন্তর্জাতিক নং: ১৯২১
- রোযার অধ্যায়
১২০২. সাহরী ও ফজরের নামাযের মাঝে ব্যবধানের পরিমাণ।
১৭৯৯। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... যায়দ ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাহরী খাই, এরপর তিনি নামাযের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞাসা করলাম আযান ও সাহরীর মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমাণ।
كتاب الصوم
باب قَدْرِ كَمْ بَيْنَ السَّحُورِ وَصَلاَةِ الْفَجْرِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ. قُلْتُ كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ قَالَ قَدْرُ خَمْسِينَ آيَةً.