আনওয়ারুল হাদীস

ভুলে পানাহার করে ফেললে রোযা নষ্ট হয় না -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ১৮০৯
আন্তর্জাতিক নং: ১৯৩৩
- রোযার অধ্যায়
১২০৯. রোযা পালনকারী যদি ভুলবশতঃ আহার করে বা পানাহার করে ফেলে।
১৮০৯। আবদান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ রোযাদার ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার রোযা পুরা করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।
كتاب الصوم
باب الصَّائِمِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ نَاسِيًا
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ ".