আনওয়ারুল হাদীস

কেমন আবেগ নিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করবেন -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৯৪৫
আন্তর্জাতিক নং: ২৯৪৫
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদ চুম্বন করা
২৯৪৫। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাথরের দিকে মুখ করলেন, অতপর এর উপর নিজের দুই ঠোঁট স্থাপন করে দীর্ঘক্ষণ কাঁদলেন। অতঃপর তিনি অন্য দিকে মুখ ফিরিয়ে দেখলেন- উমার ইব্‌ন খাত্তাব (রাযিঃ)-ও কাঁদছেন। তিনি বলেনঃ হে উমার! এটাই প্রবাহিত করার স্থান।
كتاب المناسك
بَاب اسْتِلَامِ الْحَجَرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اسْتَقْبَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْحَجَرَ ثُمَّ وَضَعَ شَفَتَيْهِ عَلَيْهِ يَبْكِي طَوِيلاً ثُمَّ الْتَفَتَ فَإِذَا هُوَ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ يَبْكِي فَقَالَ ‏ "‏ يَا عُمَرُ هَاهُنَا تُسْكَبُ الْعَبَرَاتُ ‏"‏ ‏.‏