আনওয়ারুল হাদীস
কুরবানী ও মাথা মুণ্ডানো -এর বিষয়সমূহ
১ টি হাদীস
জামে' তিরমিযী
হাদীস নং: ৯২২
আন্তর্জাতিক নং: ৯২২
হজ্ব - উমরার অধ্যায়
আবতাহ- এ অবতরণ করা।
৯২৪. ইবনে আবী উমর (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, তহসীব কোন কিছু নয়। এতো ছিল রাসূলুল্লাহ (ﷺ) এর সফরের একটি মনযিল, যেখানে তিনি অবতরণ করেছিলেন। - বুখারি, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, ‘‘তাহসীব’’ অর্থ হলো আবতাহে অবতরণ করা। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্।
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي نُزُولِ الأَبْطَحِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى التَّحْصِيبُ نُزُولُ الأَبْطَحِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
তাহকীক: