আনওয়ারুল হাদীস

তাওয়াফে যিয়ারত -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩০৫৯
আন্তর্জাতিক নং: ৩০৫৯
হজ্ব - উমরার অধ্যায়
বায়তুল্লাহ যিয়ারতের বর্ণনা
৩০৫৯। আবু বাকর ইব্‌ন খালাফ, আবু বিশর (রাহঃ)...... আয়েশা ও ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) রাত পর্যন্ত তাওয়াফে যিয়ারতে বিলম্ব করেছেন।[১] [১] হাজ্জীগণকে তিনবার বায়তুল্লাহ তাওয়াফ করতে হয়। প্রথমে মক্কায় পৌঁছেই- এটা তাওয়াফে কুদূম (আগমনি তাওয়াফ), তা সুন্নত । দ্বিতীয়বার মিনা থেকে ফিরে এসে- এটা তাওয়াফে যিয়ারত বা তাওয়াফে ইফাদা, এটা ফরয। তৃতীয় বার হজ্জ শেষে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের প্রাক্কালে এটা তাওয়াফে বিদা (বিদায়ী তাওয়াফ)। মক্কার বাইরের লোকদের জন্য তা ওয়াজিব। মক্কা ও আশেপাশের লোকদের জন্য তা অপরিহার্য নয়।
كتاب المناسك
بَاب زِيَارَةِ الْبَيْتِ
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ طَارِقٍ، عَنْ طَاوُسٍ، وَأَبُو الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَخَّرَ طَوَافَ الزِّيَارَةِ إِلَى اللَّيْلِ ‏.‏