আনওয়ারুল হাদীস

অধিক মুনাফার লোভে পণ্য গোদামজাত করে রাখার নিষিদ্ধতা -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ মুসলিম

হাদীস নং: ৩৯৭৭
- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায়
২০. খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখা হারাম
৩৯৭৭। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কা’নাব (রাহঃ) ......... মামার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি গুদামজাত করে সে অপরাধী। তখন (মধ্যবর্তী রাবী) সাঈদকে বলা হল, আপনি তো গুদামজাত করেন। সাঈদ (রাহঃ) বললেন যে, মা’মার এ হাদীস বর্ণনা করছেন তিনিও গুদামজাত করতেন।* *ইনারা নিজেদের পরিবার পরিজনের প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ গুদামজাত করতেন, যা এ নিষেধাজ্ঞার আওতায় আসে না।
كتاب المساقاة والمزارعة
باب تَحْرِيمِ الاِحْتِكَارِ فِي الأَقْوَاتِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - قَالَ كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ " . فَقِيلَ لِسَعِيدٍ فَإِنَّكَ تَحْتَكِرُ قَالَ سَعِيدٌ إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ كَانَ يَحْتَكِرُ .
tahqiq

তাহকীক: