আনওয়ারুল হাদীস

স্ত্রীকে শাসন করতে গিয়ে সীমা লংঘন করবে না -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৪৮২৯
আন্তর্জাতিক নং: ৫২০৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২৭৩৭. স্ত্রীদের প্রহার করা নিন্দনীয় কাজ
৪৮২৯। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ ইবনে যাম‘আ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী (ﷺ) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সাথে তো মিলিত হবে।
كتاب النكاح
باب مَا يُكْرَهُ مِنْ ضَرْبِ النِّسَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ، ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ ".