আনওয়ারুল হাদীস
শরীআতের হুকুমের বিরুদ্ধে না গেলে শাসক ও আমীরের নির্দেশ পালন করতে হবে -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সহীহ বুখারী
হাদীস নং: ২৭৫০
আন্তর্জাতিক নং: ২৯৫৪ - ২৯৫৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১৮৪৮. সফরকালে বিদায় দান করা।
পরিচ্ছেদঃ ১৮৪৯. ইমামের কথা শুনা ও আনুগত্য করা যতক্ষণ সে গুনাহর কাজের নির্দেশ না দেয়
২৭৫০। মুসাদ্দাদ এবং মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, পাপ কার্যের আদেশ না করা পর্যন্ত ইমামের কথা শোনা ও তার আদেশ মান্য করা অপরিহার্য। তবে পাপ কার্যের আদেশ করা হলে তা শোনা ও আনুগত্য করা যাবে না।
كتاب الجهاد والسير
بَابُ التَّوْدِيعِ
بَابُ السَّمْعِ وَالطَّاعَةِ لِلْإِمَامِ
بَابُ السَّمْعِ وَالطَّاعَةِ لِلْإِمَامِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " السَّمْعُ وَالطَّاعَةُ حَقٌّ، مَا لَمْ يُؤْمَرْ بِالْمَعْصِيَةِ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ ".