আনওয়ারুল হাদীস
অবিবাহিত নারী-পুরুষের যিনার দণ্ড -এর বিষয়সমূহ
১ টি হাদীস
মিশকাতুল মাসাবীহ
হাদীস নং: ৩৫৫৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৫৫৬। হযরত যায়দ ইবনে খালেদ (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়াছি যে, অবিবাহিত ব্যক্তি যিনায় লিপ্ত হইলে তাহাকে তিনি একশত চাবুক মারা ও এক বৎসরের জন্য দেশান্তর করার নির্দেশ করিতেন। -বুখারী
كتاب الحدود
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: