আনওয়ারুল হাদীস

মুরতাদের বিচার -এর বিষয়সমূহ

টি হাদীস

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৫৩৫
আন্তর্জাতিক নং: ২৫৩৫
শরীআতের দন্ড বিধি অধ্যায়
যে ব্যক্তি দীন থেকে মুরতাদ হয়
২৫৩৫। মুহাম্মাদ ইবন সাববাহ (রাহঃ) ….. ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে তার দীন পরিবর্তন করে, তাকে কতল কর।
أبواب الحدود
بَاب الْمُرْتَدِّ عَنْ دِينِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏(‏مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ ‏)‏‏.‏