আনওয়ারুল হাদীস

রোযাদার, ন্যায়পরায়ণ শাসক ও মযলুমের দু'আ প্রত্যাখ্যান করা হয় না- -এর বিষয়সমূহ

টি হাদীস

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৫৯৮
আন্তর্জাতিক নং: ৩৫৯৮
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
অনুগ্রহ ও নিরাপত্তা প্রার্থনা
৩৫৯৮. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তি এমন যাদের দুআ রদ হয় নাঃ রোযা পালনকারী, যখন সে ইফতার করে, ন্যায়বান শাসক এবং মযলুমের দুআ; আল্লাহ তাআলা তার দুআ মেঘের উপরে নিয়ে যান, এর জন্য আসমানের দরজাসমূহ করে দেওয়া হয় উন্মুক্ত আর পরওয়ারদিগার বলেনঃ আমার ইযযতের কসম, কিছুদিন পরে হলেও অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। হাদীসটি হাসান। সা’দান কুম্মী হলেন সা’দান ইবনে বিশর। ঈসা ইবনে ইউনুস, আবু আসিম প্রমুখ (রাহঃ) বড় বড় হাদীস বিশেষজ্ঞগণ তাঁর বরাতে হাদীস বর্ণনা করেছেন। আবু মুজাহিদ (রাহঃ) হলেন সা’দ তাঈ। আবু মুদিল্লাহ (রাহঃ) হলেন উম্মুল মু’মিনীন আয়িশা(রাযিঃ) এর মাওলা বা আযাদকৃত গোলাম, তাঁকে এই হাদীসটির মারফতেই আমরা চিনি। তাঁর নিকট থেকে এই হাদীসটি আরো দীর্ঘ আরো পরিপূর্ণ আকারে বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي الْعَفْوِ وَالْعَافِيَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ سَعْدَانَ الْقُبِّيِّ، عَنْ أَبِي مُجَاهِدٍ، عَنْ أَبِي مُدِلَّةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَالإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَسَعْدَانُ الْقُبِّيُّ هُوَ سَعْدَانُ بْنُ بِشْرٍ . وَقَدْ رَوَى عَنْهُ عِيسَى بْنُ يُونُسَ وَأَبُو عَاصِمٍ وَغَيْرُ وَاحِدٍ مِنْ كِبَارِ أَهْلِ الْحَدِيثِ وَأَبُو مُجَاهِدٍ هُوَ سَعْدٌ الطَّائِيُّ وَأَبُو مُدِلَّةَ هُوَ مَوْلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ وَإِنَّمَا نَعْرِفُهُ بِهَذَا الْحَدِيثِ وَيُرْوَى عَنْهُ هَذَا الْحَدِيثُ أَتَمَّ مِنْ هَذَا وَأَطْوَلَ .