আনওয়ারুল হাদীস
হাত তুলে দু'আ করা এবং দু'আ শেষে মুখে হাত মাখানো -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৪৯২
আন্তর্জাতিক নং: ১৪৯২
নামাযের অধ্যায়
৩৬৪. দুআর ফযিলত।
১৪৯২. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ..... আস-সাইব ইবনে য়াযীদ (রাহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম (ﷺ) দুআর সময় তাঁর উভয় হাত উত্তোলন করতেন এবং তাঁর দ্বারা মুখমণ্ডল মাসাহ করতেন।
كتاب الصلاة
باب الدُّعَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حَفْصِ بْنِ هَاشِمِ بْنِ عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ .
তাহকীক:
বর্ণনাকারী: