আনওয়ারুল হাদীস
দুধ মায়ের সম্মান -এর বিষয়সমূহ
১ টি হাদীস
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৫০৫৪
আন্তর্জাতিক নং: ৫১৪৪
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
১২৮. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা- সম্পর্কে।
৫০৫৪. ইবনে মুছান্না (রাহঃ) .... আবু তুফায়ল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি নবী করীম (ﷺ)-কে জি’রানা নামক স্থানে গোশত বন্টন করতে দেখি। আবু তুফায়ল (রাযিঃ) বলেনঃ এ সময় আমি ছোট একজন মহিলা নবী (ﷺ)-এর কাছে আসলে, তিনি তাঁর চাদর সে মহিলার জন্য বিছিয়ে দেন, যার উপর সে বসে। তখন আমি জিজ্ঞাসা করিঃ এ মহিলা কে? সাহাবীগণ বলেনঃ ইনি নবী (ﷺ)-এর দুধ-মাতা, যিনি তাকে ছোটকালে দুধ পান করান।
كتاب الأدب
باب فِي بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ ثَوْبَانَ، أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ ثَوْبَانَ، أَنَّ أَبَا الطُّفَيْلِ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْسِمُ لَحْمًا بِالْجِعِرَّانَةِ - قَالَ أَبُو الطُّفَيْلِ وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ أَحْمِلُ عَظْمَ الْجَزُورِ - إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ حَتَّى دَنَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَسَطَ لَهَا رِدَاءَهُ فَجَلَسَتْ عَلَيْهِ فَقُلْتُ مَنْ هِيَ فَقَالُوا هَذِهِ أُمُّهُ الَّتِي أَرْضَعَتْهُ .
তাহকীক:
বর্ণনাকারী: