আনওয়ারুল হাদীস

প্রতিবেশীর হকের ব্যাপারে তাকীদ -এর বিষয়সমূহ

টি হাদীস

সহীহ বুখারী

হাদীস নং: ৫৫৮৯
আন্তর্জাতিক নং: ৬০১৪
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩১৯০. প্রতিবেশীর জন্য অসীয়ত।
৫৫৮৯। ইসমাঈল ইবনে আবু উয়াইস (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ আমাকে জিবরাঈল (আলাইহিস সালাম) সবসময় প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন। এমনকি আমার মনে হয়েছে, তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন।
كتاب الأدب
باب الْوَصَاةِ بِالْجَارِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ ".